ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

বর্ষাকে নিয়ে পরীমণির তীব্র কটাক্ষ

২০২৫ মার্চ ২৬ ১১:২৩:০৬
বর্ষাকে নিয়ে পরীমণির তীব্র কটাক্ষ

নিজস্ব প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আফিয়া নুসরাত বর্ষা সম্প্রতি সন্তানদের ভবিষ্যত চিন্তা করে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে তার এই সিদ্ধান্তকে কঠোর সমালোচনা করেছেন চিত্রনায়িকা পরীমণি।

বর্ষা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি অভিনয় ছেড়ে দেবেন এবং তার হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষ করার পর অবসরে যাবেন। বর্ষা জানান, তার সন্তানেরা বড় হলে হয়তো তাদের মা হিসেবে তাকে গ্রহণ করতে পারবে না, সে কারণেই তিনি অভিনয় থেকে দূরে চলে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্ষার এই বক্তব্যের পর শোবিজ অঙ্গনে শুরু হয় নানা আলোচনা। বিশেষ করে ঢাকাই সিনেমার অভিনেত্রীরা তার মন্তব্য ভালোভাবে নেননি। তাদেরই একজন হলেন চিত্রনায়িকা পরীমণি। পরীমণি নিজের ফেসবুক স্ট্যাটাসে বর্ষার বক্তব্যের কড়া সমালোচনা করেন। যদিও তিনি সরাসরি বর্ষার নাম উল্লেখ করেননি, তবে তার মন্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে জবাব দিয়েছেন।

পরীমণি লেখেন, “আপনি যেহেতু বাস্তববাদী, তবে সিনেমাগুলো শেষ হলে যদি সত্যিই অভিনয় ছাড়তে চান, তাহলে এখনই চলে যান, নয়তো আজীবন এই সিদ্ধান্ত বয়ে চলুন।” পরীমণি বর্ষার সিদ্ধান্তকে “খামখেয়ালিপনা” হিসেবে আখ্যা দেন এবং প্রশ্ন তোলেন, "আপনার বাচ্চারা যদি আপনাকে নায়িকা হিসেবে গ্রহণ না করতে পারে, তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দিন যে তারা জানবে না, আপনি কখনও নায়িকা ছিলেন।"

এছাড়া, বর্ষা যখন তার স্বামী অনন্ত জলিলকে নিয়ে মন্তব্য করেন, যে তিনি যদি মেয়েদের বাজারে ছেড়ে দেয়া হয়, তাহলে আবারও স্ত্রীর কাছে ফিরে আসবেন, তাও পরীমণি সেসবের সমালোচনা করেন। পরীমণি বলেন, "মেয়েদের বাজার কি? আপনি কি বাজারে মানুষ বিক্রি করছেন?"

পরীমণির এই স্ট্যাটাস ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ তার ভাষা ও কটাক্ষের জন্য সমালোচনা করেছেন।

এ ঘটনা শোবিজ অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে, যা কিছুদিন ধরে আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে