ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫
Sharenews24

শাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো

২০২৫ মার্চ ২৭ ১১:২৩:২৭
শাকিব তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো

নিজস্ব প্রতিবেদক : ঢালিউড মেগাস্টার শাকিব খানের 'বরবাদ' সিনেমার প্রদর্শন ছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। ২৫ মার্চ সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা কাজী হায়াত, যিনি সিনেমাটি দেখার পর গেটে আটকে পড়েন শাকিব খানের ভক্তদের হাতে।

কাজী হায়াত তাদের সাথে কথাবার্তা বলতে গিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান। ওই সময় তার উদ্দেশ্যে ‘শাকিবিয়ান’ স্লোগান শোনা যায়, এবং একপর্যায়ে কাজী হায়াতের বিরুদ্ধে গালিগালাজ ও হুমকি আসতে থাকে।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে কাজী হায়াতপুত্র চিত্রনায়ক কাজী মারুফ ফেসবুক লাইভে জানান, 'কাজী হায়াত যা করেছেন, তা তাঁর ব্যক্তিগত ব্যাপার এবং দেশের চলচ্চিত্রের ভালোর জন্যই তিনি তা করেছেন।'

এ সময় মারুফ বলেন, বর্তমান প্রজন্মের দর্শকরা গল্পপ্রধান সিনেমার চেয়ে ভায়োলেন্স বেশি পছন্দ করে, যার ফলে তার সিনেমাগুলোর প্রতি আগ্রহ কমেছে। তিনি জানান, নির্মাতাদের দায়বদ্ধ থাকা উচিত এবং টাকার জন্য যেকোনো সিনেমা বানানো উচিত নয়।

তিনি কাজী হায়াতের সিনেমায় ব্যবহৃত অশ্লীল বাক্য নিয়ে সমালোচনারও জবাব দেন। 'ধর' সিনেমার উদাহরণ দিয়ে মারুফ বলেন, 'যদি আপনার এ সিনেমা বোঝার ক্ষমতা থাকে, তাহলে আপনি নীতিমান হবেন।'

শাকিব খানের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে মারুফ বলেন, ‘শাকিবের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আপনাদের এটি নষ্ট হতে দেবেন না, কারণ এর কিছুটা প্রভাব আমাদের ওপর পড়বে।’

মারুফ শেষ পর্যায়ে শাকিবকে উদ্দেশ্য করে বলেন, "শাকিব, তোমাকে ইচ্ছা করেই ফোন দিইনি, তুমি বিষয়টি দেখো।"

আরিফ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে