ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Sharenews24

লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা

২০২৫ মার্চ ২৩ ১০:৪১:১১
লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) লক্ষ্যমাত্রার তুলনায় ৫৮ হাজার ২৪২ কোটি টাকা রাজস্ব ঘাটতিতে রয়েছে। এ সময়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ৭৬ শতাংশ, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮০ হাজার ৫৯ কোটি ২১ লাখ টাকা, কিন্তু আদায় হয়েছে ২ লাখ ২১ হাজার ৮১৭ কোটি ৯ লাখ টাকা। ফলে, লক্ষ্যমাত্রার তুলনায় ৫৮ হাজার কোটি টাকার বেশি ঘাটতি দেখা গেছে।

রাজস্ব আদায়ের বিভিন্ন খাতে বিস্তারিত:

১. আমদানি পর্যায়ে রাজস্ব: চলতি অর্থবছরে আদায় হয়েছে ৬৪ হাজার ৪৩৯ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ৬৫ হাজার ২৮৮ কোটি টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ১ দশমিক ৩০% কমেছে।

২. স্থানীয় পর্যায়ে মুসক ও আবগারি শুল্ক: চলতি অর্থবছরে আদায় হয়েছে ৮৪ হাজার ২২৩ কোটি টাকা, আগের অর্থবছরে ছিল ৮২ হাজার ৪০২ কোটি টাকা। এ সময়ে প্রবৃদ্ধি ২ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

৩. আয়কর ও ভ্রমণ খাত: চলতি অর্থবছরে আদায় হয়েছে ৭৩ হাজার ১৫৪ কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল ৭০ হাজার ২৮০ কোটি টাকা। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ৪ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব: এনবিআর কর্মকর্তাদের মতে, রাজনৈতিক অস্থিরতা, ডলারের মূল্য বৃদ্ধি এবং আমদানি কমে যাওয়ার কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে।

রাজস্ব লক্ষ্যমাত্রা: মূল লক্ষ্যমাত্রা ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা (জিডিপির ৯.৭%)। তবে, এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধিত হয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে