ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

নাহিদ-সারজিসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আবু সাঈদের ভাই

২০২৫ মার্চ ২৩ ১০:৩৯:১৫
নাহিদ-সারজিসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আবু সাঈদের ভাই

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে আবু সাঈদের ভাইয়ের বিস্ফোরক মন্তব্য। তিনি অভিযোগ করেছেন, নাহিদ এবং সারজিস, যারা দীর্ঘদিন ধরে তার পরিবারের সঙ্গে সম্পর্ক রেখেছেন, তারা এখন আর তাদের ফোনও রিসিভ করেন না। আবু সাঈদের ভাই জানিয়েছেন, "যে আমাদের বাড়িতে সারজিস কয়েকবার গেছে, নাহিদ ভাইও দুই থেকে তিনবার এসেছে। কিন্তু আজকাল ওরা আমাদের ফোনও রিসিভ করে না।"

অভিযোগের পাশাপাশি তিনি বলেন "ওরা আমাদেরকে অনেক আশ্বস্ত করেছিল, বলেছিল, তোমাদের যেকোনো সমস্যা হলে আমরা সাহায্য করব। কিন্তু এখন এসব প্রতিশ্রুতি কেবল কথার কথা হয়ে দাঁড়িয়েছে।"

এছাড়া তিনি উল্লেখ করেছেন ড. মোহাম্মদ ইউনুস, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, তার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তাদের সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বাস্তবে, যখন তার বাবা অসুস্থ হয়ে পড়েন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়, তখন তার পাশে কেউ ছিল না। "আমি কয়েকটা দপ্তরে ফোন দিয়েছিলাম, কিন্তু কেউ ফোন রিসিভ করল না। এটা আমার সবচেয়ে বড় দুঃখ," – বলেছেন আবু সাঈদের ভাই।

এমনকি তিনি দাবি করেছেন বর্তমান সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। "এরা শুধু আশ্বস্ত করে, কিন্তু বাস্তবে কিছুই করে না," – মন্তব্য করেছেন তিনি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে