ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

অনির্বাচিতদের দিয়ে দেশ চালানোর অভিযোগ বিএনপির

২০২৫ মার্চ ২২ ২৩:২১:৫৩
অনির্বাচিতদের দিয়ে দেশ চালানোর অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনে রোববার মতামত জমা দিচ্ছে বিএনপি। এর আগে কমিশনের সুপারিশমালার কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, সংস্কার কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের উদ্দেশ্যে অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে।

তিনি বলেন, ‘রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র জনগণের মালিকানার প্রতিফলন নির্বাচিত সংসদ ও জনপ্রতিনিধিদের মাধ্যমে হয়। কিন্তু সংশোধনের সুপারিশগুলো পর্যালোচনা করলে দেখা যায়, এটি রাজনীতিবিদদের অবমূল্যায়ন করে অনির্বাচিত ব্যক্তিদের দেশ পরিচালনার সুযোগ সৃষ্টি করছে।’

শনিবার (২২ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল আরো উল্লেখ করেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং সদস্যদের বক্তব্যের মধ্যে মিল দেখা যাচ্ছে, যা জনমনে প্রশ্নের সৃষ্টি করতে পারে এবং এটি একটি পূর্ব পরিকল্পনার অংশ বলে মনে হচ্ছে।’

তিনি সুপারিশমালায় সাংবিধানিক কমিশনসহ নতুন কমিশনগুলি সম্পর্কে বলেন, ‘এসব কমিশনের কর্মকাণ্ডের বর্ণনায় আইন ও নির্বাহী বিভাগের ক্ষমতাহীন করার উদ্দেশ্যে প্রস্তাব দেওয়া হয়েছে, যা একটি দুর্বল ও অকেজো সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত করবে।’

সংবাদ সম্মেলনে তিনি স্প্রেডশিটের বিষয়টি তুলে ধরে বলেন, ‘স্প্রেডশিটে অপশন পছন্দের ঘরে টিক চিহ্ন দিতে বলা হয়েছে, এতে কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে যা প্রস্তাব আকারে আসার কথা ছিল।’

মির্জা ফখরুল বলেন, ‘সংশোধন এবং নির্বাচন একসঙ্গে চালানো যেতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ভিত্তিক সংস্কার সনদ তৈরি করা হতে পারে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে।’

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের করণীয় হলো ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘তার ফেরার ব্যাপারে সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি; তবে উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরবেন।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমানও উপস্থিত ছিলেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে