ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

আমরা ঝগড়া করে আ. লীগকে সবার সামনে নিয়ে আসছি

২০২৫ মার্চ ২২ ১৮:০০:৪৯
আমরা ঝগড়া করে আ. লীগকে সবার সামনে নিয়ে আসছি

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং নির্বাচনে আনা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে, ‘রাজনীতিতে ফেরার জন্য আওয়ামী লীগ কোনো পদক্ষেপ নেয়নি। আমরা কেউ কেউ, যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন, ঝগড়া করে ফোকাস করে তাদের সবার সামনে নিয়ে আসছি।’

শনিবার (২২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মাহমুদুর রহমান মান্না।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সাড়ে সাত মাসে সাড়ে সাত সেন্টিমিটারও অগ্রগতি করতে পারেনি। জনগণের কাছে তাদের গ্রহণযোগ্য হতে পারে এমন কোনো বক্তব্য তারা দিতে পারেনি। এমন পরিস্থিতিতে রাজনীতি করে জনগণের সামনে আসতে পারবে, তা মনে হয় না।”

মান্না বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তাব করছি না। এটা একটি রাজনৈতিক প্রস্তাব। তবে সরকার ও সরকারপ্রধান জনগণকে আহ্বান জানাবেন, সিদ্ধান্ত জনগণই নেবে।”

এছাড়া নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর কাদের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, “সংস্কারের নামে কিছু অপ্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন, দেশকে চারটি প্রদেশে বিভক্ত করা, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা ও সংসদের উচ্চকক্ষ সৃষ্টি, ৫০৫ আসনের আইনসভা ইত্যাদি প্রস্তাবনা নিয়ে অহেতুক সময় এবং সম্পদের অপব্যবহার করা হয়েছে।”

মনজুর কাদের আরও জানান, নাগরিক ঐক্য সংস্কার কমিশনের ৭৫০টি সুপারিশ পর্যালোচনা করেছে এবং ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে ১০৪টির প্রতি একমত, ৫১টির প্রতি অসম্মতি এবং ১১টির প্রতি আংশিক সম্মতি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সভাপতি মণ্ডলীর সদস্য মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দীপু, মোফাখখারুল ইসলাম নবাব প্রমুখ।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে