ঢাকা, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
Sharenews24

আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রীর স্পষ্ট উত্তর

২০২৫ মার্চ ২২ ১১:৩৬:৩২
আ.লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রীর স্পষ্ট উত্তর

নিজস্ব প্রতিবেদক : সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুলে জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নেবে না। শুক্রবার (২১ মার্চ) রাতে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে-কে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ এ আরাফাত স্পষ্টভাবে বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো শক্তি বাংলাদেশে নেই। আওয়ামী লীগ এই দেশের জন্ম দিয়েছে, তাদের অবস্থান দেশের প্রতিটি কোনায়। এমন কোনো শক্তি নেই যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে।" তিনি আরও বলেন, "এ দেশের রাজাকার, পাকিস্তানি এবং তাদের প্রেতাত্মারাই নিষিদ্ধ হবে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না।"

তিনি আরও উল্লেখ করেন, ইউনূস এবং তার সহযোগীরা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে আচরণ করছেন, তাতে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। "ইউনূস সরকার যদি বলেছে আমরা গত ১৫ বছর ভালো নির্বাচন করিনি, তাহলে এখন তারা কেন প্রশাসনকে দলীয়করণ করছে?" এমন প্রশ্ন তোলেন এ আরাফাত।

এছাড়া, আওয়ামী লীগের নেতৃত্ব সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "আওয়ামী লীগের নেতৃত্ব এখনো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতে এবং দলের শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সবাই তার নেতৃত্বে আস্থাশীল। তাই দলের পুনর্গঠন নিয়ে কোনো সুযোগ নেই।"

তিনি বলেন, "আমরা ইউনূসের অধীনে নির্বাচন করব না, কারণ ইউনূস ও তার গ্যাং যেভাবে আওয়ামী লীগের সঙ্গে আচরণ করছে, তাতে নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা করা যায় না।"

জুলাই গণহত্যার প্রসঙ্গে, তিনি বলেন, "আওয়ামী লীগ এই হত্যাকাণ্ডের বিচার পদ্ধতির চেষ্টা করেছিল এবং একটি কমিশন গঠন করেছিল, তবে এখন পর্যন্ত এর বিচার হয়নি। এরা এই বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করছে, কিন্তু বিচার না করলে এটা সঠিক হবে না।"

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে