ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়া নিয়ে যা জানা গেল

২০২৫ মার্চ ১৯ ১০:৩৬:০৭
রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়া নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে, সৌদিতে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হবে এবং জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এই পোস্টগুলিতে বলা হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূসের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তবে, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এই খবরকে বিভ্রান্তিকর এবং সঠিক নয় বলে দাবি করেছে।

রিউমর স্ক্যানার অনুসন্ধানে জানা গেছে, সৌদিতে থাকা রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার বিষয়টি নতুন নয়। ১৯৭৫ সাল থেকে বিভিন্ন সময়ে এসব রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদিতে চলে গেছেন। বর্তমানে তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, শুধুমাত্র পাসপোর্ট নবায়ন করা হচ্ছে।

এটি একটি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়া, যা আগে থেকেই শুরু হয়েছিল। মূলত, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল এবং বর্তমানে অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৬৯ হাজার রোহিঙ্গার মধ্যে ২৫ হাজার ৬৫১ জন রোহিঙ্গার নামের তালিকা সৌদি কর্তৃপক্ষ ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে দিয়েছে। এই নবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে, তবে অর্থনৈতিক বরাদ্দ কম হওয়ায় জুনের মধ্যে সব পাসপোর্ট নবায়ন সম্ভব কিনা, তা নিয়ে কিছু শঙ্কা রয়েছে।

সৌদি সরকার ২০১০ সাল থেকে বাংলাদেশ সরকারকে পাসপোর্ট নবায়নের জন্য চাপ দিয়ে আসছে। ২০২৪ সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি সই করা হয়, যার মাধ্যমে এই নবায়ন প্রক্রিয়া শুরু হয়। একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে নবায়নের কাজ চলছে।

পাসপোর্ট নবায়ন প্রক্রিয়া কেবল একটি প্রশাসনিক প্রক্রিয়া। এটি নতুন পাসপোর্ট দেওয়ার মত কিছু নয়। বরং ১৯৭৫ সাল থেকে যারা পাসপোর্ট নিয়ে সৌদিতে রয়েছেন, তাদের পাসপোর্ট নবায়ন করা হচ্ছে।

এনামুল/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে