ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

যে কারণে পুলিশ কন্ট্রোল রুমে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

২০২৫ জুলাই ১৮ ২০:৪০:৪১
যে কারণে পুলিশ কন্ট্রোল রুমে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে ভয়াবহ সহিংসতায় অন্তত চারজন নিহত ও ৫০ জনের বেশি আহত হওয়ার পর স্থানীয়দের ঘরে অবস্থান করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীদের সংঘর্ষ শুরু হয়। সহিংসতা চরমে পৌঁছালে পুলিশের গাড়ি, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি এবং জেলা কারাগারে হামলা চালানো হয়।

এ ঘটনার পর বুধবার সন্ধ্যা থেকে গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়, যা পরে অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়। তবে জুমার নামাজের সময় সংক্ষিপ্ত সময়ের জন্য কারফিউ শিথিল করা হয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে জানান, "নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ধ্বংস করে দেওয়া হবে।" তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে এবং তিনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা ও সংশ্লিষ্ট সংস্থার প্রধানদের সঙ্গে পুলিশ কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ ছাত্রলীগ (নিষিদ্ধ) ও আওয়ামী লীগ সমর্থকদের অন্তর্ভুক্ত করে ৪০০ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এরই মধ্যে ৪৫ জনকে আটক করা হয়েছে।

এই ঘটনার তদন্তে অন্তর্বর্তী সরকার তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। সরকার এই সহিংসতাকে "সম্পূর্ণ অগ্রহণযোগ্য" বলে অভিহিত করেছে এবং দোষীদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাসদস্যদের উপর দেশীয় বোমা ও ইট-পাটকেল ছোঁড়ার কারণে তারা আত্মরক্ষায় বাধ্য হন।

এক টকশোতে যুব ও ক্রীড়া উপদেষ্টার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। শফিকুল আলম জানান, যেকোনো মন্ত্রী বা উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতায় যুক্ত হতে পারেন। তিনি আরও বলেন, বিশ্বব্যাপী এ ধরনের পরিস্থিতির তুলনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত এবং সরকার স্বচ্ছতা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে