ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

 এসবিএসি ব্যাংকের সাবেক পরিচালকের কোম্পানি কিনছে ২ শতাংশ শেয়ার

২০২৫ জুলাই ১৮ ১৬:০৯:১২
 এসবিএসি ব্যাংকের সাবেক পরিচালকের কোম্পানি কিনছে ২ শতাংশ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (SBAC) ব্যাংকে ২ শতাংশ শেয়ারহোল্ডিং অধিগ্রহণের পরিকল্পনা ঘোষণা করেছে এন ওয়াই ট্রেডিং লিমিটেড। এন ওয়াই ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হলেন ব্যাংকটির প্রাক্তন পরিচালকমোহাম্মদ নওয়াজ। তার স্ত্রী সুফিয়া বেগম বর্তমানে ব্যাংকটির একজন পরিচালক এবং পূর্বে তিনি ব্যাংকটির ব্রোকারেজ ফার্মের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর তথ্য অনুযায়ী, এন ওয়াই ট্রেডিং লিমিটেড ২ শতাংশ বা ১ কোটি ৬৪ লাখ শেয়ার সেকেন্ডারি মার্কেট থেকে কিনবে। বর্তমান বাজার মূল্য অনুযায়ী, এই শেয়ারগুলোর মূল্য প্রায় ১৩ কোটি টাকা। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ জুলাই) শেয়ারটির মূল্য ৭ টাকা ৬০ পয়সায়।

মোহাম্মদ নওয়াজ ২০১৫ সালে শেয়ার কিনে ব্যাংকটির পরিচালক হয়েছিলেন এবং ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০২০ সালে তিনি তার স্ত্রীর কাছে ৮.৯ মিলিয়ন শেয়ার হস্তান্তর করেন এবং এরপর ২০২৪ সালের আগস্টে আরও ৭ মিলিয়ন শেয়ার উপহার দেন। এই হস্তান্তরের পরই তার স্ত্রী ব্যাংকটির পরিচালক হন।

শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। চলতি বছরের প্রথম প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতি শেয়ার ১৪ পয়সা আয় করেছে। আগের বছর একই সময়ে ছিল ২৪ পয়সা।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে