ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অভিনেত্রীর পচাগলা লাশ উদ্ধার

২০২৫ জুলাই ১৮ ১৬:২৯:৫৪
অভিনেত্রীর পচাগলা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় জাপানি অভিনেত্রী নাগিকো তোনো আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। বৃহস্পতিবার (১৭ জুলাই) অভিনেত্রীর অফিসিয়াল ব্লগে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

সংবাদমাধ্যম দ্য স্টার জানায়, নাগিকো তোনোর প্রকৃত নাম ছিল আকিমি আওকি। গত ৩ জুলাই টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, বেশ কিছুদিন ধরে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে তিনি তার বাসায় যান। দরজা না খোলায় সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি এতটাই পচে গিয়েছিল যে তাৎক্ষণিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি। নিশ্চিত হওয়ার জন্য মরদেহের ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। তবে আপাতত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি।

অভিনেত্রীর অফিসিয়াল ব্লগে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “নাগিকো তার প্রিয় বিড়ালের সঙ্গে শান্তিতে সময় কাটিয়েছেন। আশাকরি সবাই এই অনুভূতিকে সম্মান করবেন।”

আরও জানানো হয়, অভিনেত্রীর লালন-পালনে থাকা বিড়ালটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং সেটি বর্তমানে ভালো আছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, “যারা প্রিয় নাগিকোর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

নাগিকো তোনো মাত্র ছয় বছর বয়সে অভিনয় শুরু করেন। তিনি ‘সুজুরান’ এবং ‘আউট এক্স ডিলাক্স’-সহ বহু জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে