ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

১লা আগস্ট থেকে তেল পরিবহন বন্ধের আল্টিমেটাম

২০২৫ জুলাই ১৮ ২৩:১২:৩০
১লা আগস্ট থেকে তেল পরিবহন বন্ধের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন আগামী ১লা আগস্ট থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে। হাইওয়েতে হয়রানিসহ ৬ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

আজ শুক্রবার (১৮ই জুলাই) এক বিবৃতিতে অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে-

১. ট্যাংকলরির ইকোনমিক লাইফ ২৫ বছর বাতিল: সাধারণ বাস, ট্রাক বা কাভার্ড ভ্যানের মতো ট্যাংকলরির ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণের সিদ্ধান্ত বাতিল করে বাস্তবতার ভিত্তিতে নতুন করে নির্ধারণ করতে হবে। তাদের যুক্তি, ট্যাংকলরি শুধুমাত্র জ্বালানি পরিবহন করে, যা একমুখী পরিষেবা, তাই অন্যান্য গাড়ির সঙ্গে এর তুলনা অবাস্তব।

২. সারা দেশে রুট পারমিট: ট্যাংকলরিগুলো যেহেতু একাধিক জেলায় জ্বালানি তেল সরবরাহ করে, তাই সারা দেশে চলাচলের জন্য রুট পারমিট দিতে হবে।

৩. আয়কর কমানো: ট্যাংকলরির আয়কর ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার গেজেট বাতিল করতে হবে। যেহেতু ট্যাংকলরিগুলো সরকার নির্ধারিত নির্দিষ্ট ভাড়ায় চলাচল করে এবং ইচ্ছামতো ভাড়া নেওয়ার সুযোগ নেই, তাই হঠাৎ করে আয়কর বৃদ্ধি অযৌক্তিক বলে তারা মনে করে।

৪. হেভি ড্রাইভিং লাইসেন্স প্রদান: ট্যাংকলরি চালকদের দীর্ঘদিনের হালকা ড্রাইভিং লাইসেন্সকে যোগ্যতার ভিত্তিতে দ্রুত হেভি লাইসেন্সে উন্নীত করতে হবে।

৫. পুলিশি হয়রানি বন্ধ: হাইওয়ে এবং জেলা পুলিশের কাগজপত্র পরীক্ষার নামে ট্যাংকলরি চালকদের হয়রানি বন্ধ করতে হবে।

৬. অমীমাংসিত দাবি সমাধান: পেট্রোল পাম্প এবং ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের অমীমাংসিত দাবিগুলো দ্রুত সমাধান করতে হবে।

এই ধর্মঘট কার্যকর হলে সারা দেশে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি হতে পারে বলে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে