ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

ইতালির ভিসা নিয়ে সুখবর, সতর্কও করেছে দূতাবাস

২০২৫ ফেব্রুয়ারি ২২ ২০:১৮:০৮
ইতালির ভিসা নিয়ে সুখবর, সতর্কও করেছে দূতাবাস

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ইতালি দূতাবাস ২২ ফেব্রুয়ারি শনিবার এক বিবৃতিতে জানিয়েছে যে, আগামী মাসগুলোতে ভিসা সংক্রান্ত জটিলতা কমে যাবে এবং ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

বিবৃতিতে বলা হয়, ইতালীয় পুলিশ সম্প্রতি দূতাবাসের দুই প্রাক্তন কর্মীকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছে, যাদের মধ্যে একজন ইতালীয় এবং এক বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে ভিসা ইস্যুতে জালিয়াতির অভিযোগ উঠেছে। দূতাবাসের পক্ষ থেকে উভয় দেশের পুলিশ কর্তৃপক্ষকে পূর্ণ সহায়তা প্রদান করা হয়েছে এবং অপরাধমূলক কার্যক্রম চিহ্নিত করতে কাজ চলছে।

এছাড়া, ভিসা আবেদনকারীদের সতর্ক করে বলা হয়, তারা যেন দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল কর্তৃক নির্ধারিত কনস্যুলার ফি এবং পরিষেবা ফি ছাড়া কারো কাছে কোনো অর্থ বা তথ্য প্রদান না করেন। তৃতীয় পক্ষের মধ্যস্থতাকারীদের এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে অতিরিক্ত কর্মী আনা হয়েছে, যার ফলে ভিসা প্রক্রিয়া দ্রুত হচ্ছে এবং আগামী মাসগুলোতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান হবে।

দূতাবাস আবেদনকারীদের কোনও অসদাচরণের বিষয়ে অধিকারী কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন করার জন্য আহ্বান জানিয়েছে।

এমসহ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে