ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

লোকসান বৃদ্ধির খবরে শেয়ার কিনতে মরিয়া বিনিয়োগকারীরা!

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ০৭:১৬:২২
লোকসান বৃদ্ধির খবরে শেয়ার কিনতে মরিয়া বিনিয়োগকারীরা!

নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর’২৪ প্রান্তিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সনের লোকসান বেড়েছে। কোম্পানিটির লোকসান বৃদ্ধির খবর আসার পর এর শেয়ার কিনতে মরিয়া হয়ে পড়েন এক শ্রেণির বিনিয়োগকারীরা। যার কারণে রোববার কোম্পানিটির শেয়ার ১০ শতাংশ সার্কিট ব্রেকারের সর্বো সীমা অতিক্রম করে শেয়ারটি লেনদেনের এক পর্যায়ে বিক্রেতাশুন্য হয়ে যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) গোল্ডেন সনের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৭ পয়সা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ পয়সা। অর্থাৎ আগের বছর দ্বিতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির লোকসান হয়েছে ১৩ গুণের বেশি।

রোববার ডিএসই-তে লোকসান বৃদ্ধির খবর আসার পর কোম্পানিটির শেয়ার দাম যেখানে কমার কথা, সেখানে উল্টো বৃদ্ধি পায়। এক পর্যায়ে এক শ্রেণির বিনিয়োগকারীদের কেনার চাপে কোম্পানিটির শেয়ার বিক্রেতাশুন্য হয়ে যায়। শেষ বেলায় কোম্পানিটির লাখ লাখ শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতাদের সন্ধান মিলেনি।

আগের কর্মদিবস (বৃহস্পতিবার) কোম্পানিটির শেয়ার ক্লোজিং হয়েছিল ১২ টাকায়। রোববার শেয়ারটি ১০ শতাংশ দাম বৃদ্ধি পেয়ে ক্লোজিং হয়েছে ১৩ টাকা ২০ পয়সায়। এদিন ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় শীর্ষ স্থানে ছিল গোল্ডেন সন। দিনভর লেনদেন হয়েছে ২৪ লাখ ৪৬ হাজার ৫০৪টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ৩ কোটি ৬ লাখ ১৭ হাজার টাকা।

ডিএসই তথ্য অনুসারে, ২০২২ সাল থেকে টানা তিন বছর লোকসানে রয়েছে গোল্ডেন সন। এরমধ্যে ২০২২ সালে শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা, ২০২৩ সালে ৭৫ পয়সা এবং ২০২৪ সালে ৬৮ পয়সা।

বিপরীতে কোম্পানিটি ২০২২ সালে কোন ডিভিডেন্ড দেয়নি। ২০২৩ সালে ১ শতাংশ ক্যাশ এবং ২০২৪ সালে ১.৫০ শতাংশ ক্যাশ (শুধু সাধারণ বিনিয়োগকারীদের জন্য) ডিভিডেন্ড দিয়েছে।

কোম্পানিটির শেয়ার বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে