ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

পরকীয়া ঠেকাতে মায়ের কাণ্ডে কাঁপলো বিমানবন্দর

২০২৫ জুলাই ১২ ১২:৫৫:০৪
পরকীয়া ঠেকাতে মায়ের কাণ্ডে কাঁপলো বিমানবন্দর

নিজস্ব প্রতিবেদক: ছেলের পরকীয়া প্রেমিকা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে—এই শঙ্কায় এক মা ফোনে জানালেন, কাঠমান্ডুগামী একটি ফ্লাইটে বোমা রয়েছে! ফলাফল: আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিমানে, তিন ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় উড়োজাহাজ চলাচল। শেষ পর্যন্ত সেই ফ্লাইটে কোনো বোমার অস্তিত্ব না পাওয়া গেলেও গ্রেপ্তার হন ওই মা, তার ছেলে এবং আরও দুই সহযোগী।

শনিবার (১২ জুলাই) দুপুরে র‍্যাব সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান।

তিনি জানান, ১১ জুলাই বিকেল ৪টা ২৬ মিনিটে ঢাকার এক নারী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ATC) হটলাইন নম্বরে ফোন করে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৭৩ কাঠমান্ডুগামী ফ্লাইটে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রানওয়ে-উঠে যাওয়া অবস্থায় ফ্লাইটটি ফিরিয়ে আনা হয় এবং যাত্রী নামিয়ে তল্লাশি শুরু করা হয়। ফ্লাইটটিতে ১৪২ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। টানা তিন ঘণ্টা ধরে চলে তল্লাশি, তবে শেষ পর্যন্ত কোনো বোমা পাওয়া যায়নি।

র‍্যাব ডিজি জানান, যিনি এই কল করেছিলেন, তিনি মূলত একজন মা। তার ছেলে এক নারীকে নিয়ে কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা করছিলেন। বিষয়টি জানার পর ছেলে যেন যেতে না পারেন—এই কারণে মা নিজেই ‘বোমা’ থাকার ভুয়া তথ্য দিয়ে ফোন করেন।

তিনি বলেন, “পরকীয়া প্রেমিকাকে নিয়ে বিদেশ যাওয়ার পরিকল্পনার কথা জানতে পেরে ছেলেকে আটকে দিতেই এই কাণ্ড ঘটান মা। ঘটনার সঙ্গে জড়িত থাকায় মা-সহ তিনজনকে আটক করা হয়েছে। বাকি দুইজন হচ্ছেন ছেলের বন্ধু ও ফোন কল করতে সহায়তাকারী অপর ব্যক্তি।”

আইন অনুযায়ী, উড়োজাহাজে বোমা থাকার ভুয়া তথ্য দিলে তা ‘সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড’ হিসেবে গণ্য হয়। এর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

র‍্যাব ডিজি বলেন, “বিষয়টি যত আবেগনির্ভর হোক না কেন, এমন কর্মকাণ্ড দেশের বিমান নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। এটি জঘন্য অপরাধ হিসেবেই বিবেচিত হবে।”

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে