ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

এক বিনিয়োগকারী পেল সিটি ব্যাংকের ৫১ লাখ শেয়ার

২০২৫ জানুয়ারি ২৭ ০৭:৪৮:৩১
এক বিনিয়োগকারী পেল সিটি ব্যাংকের ৫১ লাখ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশে একজন বিনিয়োগকারীর অনুকূলে ৫১ লাখ ১৬ হাজার ৬৩১টি শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে সিটি ব্যাংক পিএলসি।

আলোচ্য শেয়ারের মধ্যে ১৫ লাখ ৫৪ হাজার ৭৪০টি রাইট শেয়ার ও ৩৫ লাখ ৬১ হাজার ৮৯১টি বোনাস শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ২০১০ সালে সিটি ব্যাংক একটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার প্রদানে প্রস্তাব দিয়েছিল।

রাইট শেয়ার ইস্যুর প্রক্রিয়া চলাকালীন উচ্চ আদালতের পক্ষ থেকে ১০ টাকা অভিহিত মূল্যের ৩৯ লাখ ২৭ হাজার ৭৮০টি শেয়ারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ইস্যু করা থেকে বিরত থাকার জন্য আদালতের আদেশ ছিল। পাশাপাশি এই শেয়ারের বিপরীতে ঘোষিত ডিভিডেন্ডের ক্ষেত্রে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করার আদেশ দেয়া হয়েছিল।

আদেশ অনুসারে ব্যাংক কর্তৃপক্ষ বিচারাধীন শেয়ারের বিপরীতে ঘোষিত স্টক ও ক্যাশ ডিভিডেন্ড সংরক্ষণ করেছে। আদালতের আদেশ অনুসারে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটির একজন বিনিয়োগকারীর অনুকূলে ১৫ লাখ ৫৪ হাজার ৭৪০টি রাইট শেয়ার ও ৩৫ লাখ ৬১ হাজার ৮৯১টি বোনাস শেয়ার ইস্যুর অনুমতি দেয়।

উচ্চ আদালতের সিদ্ধান্ত ও বিএসইসির অনুমোদনের পর ২৩ জানুয়ারি অনুষ্ঠিত পর্ষদ সভায় সিটি ব্যাংকের একজন বিনিয়োগকারীর অনুকূলে প্রতিটি ২০ টাকার (১০ টাকা প্রিমিয়ামসহ) ১৫ লাখ ৫৪ হাজার ৭৪৯টি রাইট শেয়ার এবং ৩৫ লাখ ৬১ হাজার ৮৯১টি বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন দেয়া হয়।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে