ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

চাহিদা বাড়ায় কমেছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ হার

২০২৫ জানুয়ারি ১৭ ২১:০৯:০১
চাহিদা বাড়ায় কমেছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ হার

নিজস্ব প্রতিবেদক: ট্রেজারি বিল ও বন্ডে ব্যাংকগুলোর আগ্রহ বেড়ে যাওয়ার ফলে সরকারি স্বল্পমেয়াদী ধার নেওয়ার টুল ট্রেজারি বিল এবং দীর্ঘমেয়াদী ধার নেওয়ার টুল ট্রেজারি বন্ডের সুদের হার ১০ থেকে ২৯ বেসিস পয়েন্ট পর্যন্ত কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৫ জানুয়ারি) ৫ বছর মেয়াদি ৪ হাজার কোটি টাকার বন্ড বিক্রির নিলামের সময় ব্যাংকগুলো প্রায় ১৮ হাজার কোটি টাকার অফার দেয়। শেষ পর্যন্ত ১২.০৯ শতাংশ সুদে এই বন্ড বিক্রি করা হয়, যা আগের নিলামের ১২.৩৮ শতাংশ সুদের তুলনায় ২৯ বেসিস পয়েন্ট কম।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত সোমবার ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলে ১১ দশমিক ৩৪ শতাংশ সুদে ৩ হাজার ৫০০ কোটি টাকা, ১৮২ দিন মেয়াদি ট্রেজারি বিলে ১১.৬৮ শতাংশ সুদে ২ হাজার কোটি টাকা এবং ৩৬৪ দিন মেয়াদি ট্রেজারি বিলে ১১.৮১ শতাংশ সুদে ২ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে সরকার।

এর আগে, ৬ জানুয়ারিতে অনুষ্ঠিত নিলামে ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদ ছিল ১১.৪৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত কয়েক মাস ধরে আমানতের প্রবৃদ্ধি বাড়তে থাকায় এবং ঋণ চাহিদা কমে যাওয়ায় অনেক ব্যাংকের তারল্য বেড়েছে। গত প্রকল্পে ২২ হাজার ৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়ার ফলে বাজারে টাকার জোগান বৃদ্ধি পেয়েছে, যা ব্যাংকগুলোকে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি আরও বলেন, ব্যাংকগুলো এখন ঋণের বিপরীতে সর্বোচ্চ ১২ থেকে ১৪ শতাংশ সুদ আদায় করছে, কিন্তু ঋণের চাহিদা অনেক কমে গেছে। ব্যাংকগুলো বর্তমানে বেশ সতর্কভাবে ঋণ বিতরণ করছে, এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে সিআরআর ও এসএলআর রাখার বাধ্যবাধকতার কারণে তারা ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছে, যা অনেক বেশি নিরাপদ।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সরকার খরচ কমানোর ফলে ঋণ চাহিদা কমার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে সামনের দিনে বিল-বন্ডের সুদহার আরও কমতে পারে। তিনি যোগ করেন, মূল্যস্ফীতি কমলে বিল-বন্ডের সুদহার আরও কমে আসবে।

মামুন/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে