ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

৩২ কোটি টাকা লেনদেনের দাবি, রাফির বিকাশ অ্যাকাউন্টে মিলল যা

২০২৫ জানুয়ারি ১০ ১৪:৪৬:৪৫
৩২ কোটি টাকা লেনদেনের দাবি, রাফির বিকাশ অ্যাকাউন্টে মিলল যা

নিজস্ব প্রতিবেদক: গত কিছুদিন ধরে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মধ্যে আসা একটি প্রতিবেদনে দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিকাশ অ্যাকাউন্টে গত বছর ১ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত ৬১ লাখ ৩২০ টাকা লেনদেন হয়েছে এবং তার মায়ের বিকাশ অ্যাকাউন্টে ৩১ লাখ ৯০ হাজার ৩৫ টাকা লেনদেন হয়েছে। তবে রিউমর স্ক্যানার এর অনুসন্ধানে এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

রিউমর স্ক্যানার অনুসন্ধানে পাওয়া যায়, রাফির বিকাশ অ্যাকাউন্টে ওই সময়কাল (১ আগস্ট - ১ অক্টোবর) মধ্যে মোট ৩২ হাজার ৬০২ টাকার লেনদেন হয়েছে, যা পুরোপুরি ব্যতিক্রমী সেই প্রতিবেদনে উল্লিখিত ৬১ লাখ টাকার লেনদেনের সঙ্গে মিলছে না। আরও বিস্ময়কর বিষয় হলো, রাফির মায়ের বিকাশ অ্যাকাউন্টে উল্লিখিত সময়ের মধ্যে কোনো লেনদেনই হয়নি, অর্থাৎ এই অ্যাকাউন্টে মোট ২০ টাকা লেনদেন হয়েছে ২৫ অক্টোবরের দিনে।

এছাড়া, রাফির বিকাশ অ্যাকাউন্টের সাম্প্রতিক স্টেটমেন্টেও দেখা গেছে, ২০২৪ সালের ২ অক্টোবর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত তার অ্যাকাউন্টে ১ লক্ষ ৩৮ হাজার ১৪৩ টাকা লেনদেন হয়েছে।

অন্যদিকে, বিকাশের নির্ধারিত শর্ত অনুযায়ী, একজন গ্রাহক এক মাসে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা তুলতে পারবেন এবং কোনো অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা জমা রাখতে পারবেন, যা উল্লিখিত দাবির সঙ্গে মেলে না।

এই সমস্ত তথ্য অনুসন্ধানী প্রতিবেদনে উল্লিখিত আভাস এবং গুজবগুলোর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে উঠে এসেছে। গত ২৫ অক্টোবর রাফি নিজে তার ফেসবুক লাইভ ভিডিওতে এসব অভিযোগকে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক বলে দাবী করেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে