ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেনের ১০ কোম্পানি

২০২৫ জানুয়ারি ১০ ১১:২৮:৫০
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেনের ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৫-০৯ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটের শীর্ষ তালিকায় ১০টি কোম্পানির শেয়ার যুক্ত হয়েছে। যেগুলোর বিবরণ নিচের গ্রাফের মাধ্যমে তুলে তুলে ধরা হলো:

কোম্পানিক্যাটাগরিক্লোজ প্রাইস (BDT)টার্নওভার (BDT)বাজার মূল্য (BDT)পি/ই রেশিও
ফাইন ফুডস বি ২৫৪.৫০ ৩৪৫ কোটি ৬৫ লাখ ৩,৫৫৬ কোটি ৩৬ লাখ ১০২.৪৬
মিডল্যান্ড ব্যাংক বি ৩৩.৮০ ৩৩২ কোটি ৬০ লাখ ২১,৬২০ কোটি ৮৪ লাখ ৪৬.৯৪
রিলাইন্স মিউচুয়্যাল ফান্ড ২৩.৭০ ১১৯ কোটি ৮২ লাখ ১,৪৩৩ কোটি ৮৫ লাখ ৪২.৩২
রেনেটা ৬২৮.৮০ ৬ কোটি ৩০ লাখ ৭২,১২১ কোটি ১৫ লাখ ৩০.২৯
আইসিবি সোনালী মি. ফান্ড ৬.৭০ ৩৬ কোটি ৭৯ লাখ ৬৭০ কোটি ২.৩৩
লাভেলো ৮২.২০ ৩৬ কোটি ৭৪ লাখ ৭,৬৮৫ কোটি ৭০ লাখ ২২.৫৮
বিচহ্যাচারী বি ৯২.৮০ ৩৪ কোটি ৫ লাখ ৩,৮৪২ কোটি ১ লাখ ২৭.২৯
এক্সপ্রেস ইন্সুরেন্স বি ৫৭.২০ ২৯ কোটি ১৪ লাখ ৩,৭২৯ কোটি ২৯ লাখ ৩৮.৬৫
আলিফ ইন্ডাট্রিজ ৯৩.৫০ ১৯ কোটি ৯ লাখ ৪,৫৫১ কোটি ২৮ লাখ ৩০.৩৬
খান বাদ্রার্স বি ১৬১.১০ ১ কোটি ২০ লাখ ১৫,৮০০ কোটি ৬৭ লাখ ১,৩৪২.৫০

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে