ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

নোভার্টিসের শেয়ার হস্তান্তর ঠেকাতে গভর্নরকে আইনি নোটিশ

২০২৫ জানুয়ারি ০৮ ২৩:২৯:১৩
নোভার্টিসের শেয়ার হস্তান্তর ঠেকাতে গভর্নরকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং আরও দুই কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এই শেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট। বুধবার (০৮ জানুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ইক্তান্দার হোসাইন হাওলাদার এই নোটিশ পাঠান। নোটিশে গভর্নরের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগের ডেপুটি গভর্নর ও পরিচালককেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, সুইজারল্যান্ড ভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানী নোভার্টিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার— অর্থাৎ ৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার বিক্রির প্রক্রিয়া চলমান আছে, যা ২৩০ কোটি টাকায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে হস্তান্তরের জন্য প্রস্তুত। আগে এই বিক্রয় প্রক্রিয়া বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কর্ণধারের নেতৃত্বে সালমান এফ রহমানের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনা ছিল। তবে ৫ আগস্টের পর নতুন পরিস্থিতির ভিত্তিতে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, শেয়ারের মূল্য নির্ধারণে বাজারমূল্য বিবেচনা না করে গোপন চুক্তির মাধ্যমে অতিরিক্ত মূল্য নির্ধারণ করা হয়েছে। এরফলে, প্রকৃত বাজারমূল্যের ব্যতিরেকে বিদেশি শেয়ার ধারকদের অতিরিক্ত মূল্য পরিশোধ করা হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে চলে যাবে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধিমালার পরিপন্থী।

এছাড়াও বলা হয়েছে, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেখ হাসিনা ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান এবং তারা বিদেশি শেয়ার ধারকের সঙ্গে লেনদেনে ইচ্ছাকৃতভাবে শেয়ারের অতিরিক্ত মূল্য প্রদর্শন করে বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টা করছে।

অবিলম্বে সরকারের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে এবং শেয়ার বিক্রয় ও হস্তান্তর প্রক্রিয়া যথাযথভাবে যাচাই করার অনুরোধ করা হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে