ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

বছরের ২য় দিনে বিনিয়োগকারীরা খোয়ালো হাজার কোটি টাকা

২০২৫ জানুয়ারি ০২ ১৫:২০:২৩
বছরের ২য় দিনে বিনিয়োগকারীরা খোয়ালো হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বছরের প্রথম কর্মদিবস নামমাত্র ইতিবাচক হলেও দ্বিতীয় কর্মদিবস বৃহস্পতিবার (২ জানুয়ারি) হতাশ করেছে বিনিয়োগকারীদের। এদিন সব সূচক কমেছে শেয়ারবাজারে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। বছরের দ্বিতীয় কর্মদিবসেই বিনিয়োগকারীরা হারিয়ে প্রায় হাজার কোটি টাকা।

এর আগে বছরের প্রথম দিন বুধবার শেয়ারবাজারে মাত্র ১.৭১ পয়েন্ট সূচক বাড়ে। এর ফলে বিনিয়োগকারীরা এক হাজার ২৮৫ কোটি টাকা ফিরে পায়। তবে ওই দিন টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে ৪৩ কোটি টাকা কম হয়।

আজ শেয়ারবাজারে সূচক ১৮ পয়েন্ট কমে যায়। সূচকের সাথে এদিন লেনদেনও কমেছে। লেনদেন আগের দিন থেকে ১৬ কোটি ৯৪ লাখ টাকা বা ৫ শতাংশ কমেছে। আগের দিন বিনিয়োগকারীরা হাজার কোটি টাকার বেশি ফিরে পেলেও আজ পতনে ৯৫৩ কোটি টাকা মূলধন হারিয়েছে।

বৃহস্পতিবার সকালে সূচকের উত্থানে শুরু হয় নেদেন। মাত্র ১২ মিনিটের মাথায় সূচক পতনে নেমে যায়। এরপর পতনের মধ্যে থেকেই লেনদেন হতে থাকে শেয়ারবাজারে এবং পতনেই আজকের লেনদেন শেষ হয়।

এর আগে টানা তিন কর্মদিবস শেয়ারবাজার থেকে ৫২ পয়েন্ট হারিয়ে যায়। তবে পরের টানা চার কর্মদিবস শেয়ারবাজারে ফিরেছে ৪৯ পয়েন্ট। অর্থাৎ চারদিনের উত্থানেও আগের তিন কর্মদিবসে হারানো সূচক উদ্ধার করা সম্ভব হয়নি। আগের তিন দিনের পতনের যে পরিমাণ সূচক কমেছে তা ফিরে না আসতেই আবার নতুন করে শেয়ারবাজার থেকে ১৮ পয়েন্ট সূচক হারিয়েছে শেয়ারবাজার।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে টানা পতনের পর আবার টানা উত্থান হলেও পতনের ক্ষতিটা উদ্ধার করা সম্ভব হয় না। এতে করে একটু একটু করে পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করা না হলে এক সময় আরো ক্ষতির সম্ভবনা রয়েছে। কাজেই এই বাজারকে বাঁচিয়ে রাখতে সবার আগে বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ৯.৯৭ পয়েন্ট কমে ১ হাজার ১৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০.৯৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৩০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩১৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩৩০ কোটি ৫৯ লাখ টাকা। আজ লেনদেন ১৬ কোটি ৯৪ লাখ টাকা বা ৫ শতাংশ কমেছে।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৮টির বা ২৪.৬২ শতাংশের, কমেছে ২২৯টির বা ৫৭.৫৪ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৭১টির বা ১৭.৮৪ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১০১ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ৯৫টির এবং পরিবর্তন হয়নি ২২টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৫০৬ পয়েন্টে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে