ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

২০২৫ জানুয়ারি ০৮ ০৭:১৮:২৬
লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি মঙ্গলবার (০৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে যাত্রা করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়া দোহা হয়ে লন্ডন যাচ্ছেন।

এর আগে রাত সোয়া ৮টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন। বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অন্যদিকে, খালেদাকে বিদায় জানাতে বিএনপির নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তাকে বিদায় জানিয়েছেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন খালেদা জিয়া এবং চিকিৎসার জন্য তিনি লন্ডন যাচ্ছেন।

বিমানবন্দরে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০ প্লাটুন পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীও মোতায়েন করা হয়েছে।

লন্ডনে পৌঁছানোর পর খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে ভর্তি করা হবে এবং পরবর্তী সময়ে তাকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হবে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে