ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফের ব্যাংকান্স্যুরেন্স সেবার যাত্রা শুরু

২০২৫ জানুয়ারি ০৮ ০৭:২৩:১৭
পূবালী ব্যাংক ও ডেল্টা লাইফের ব্যাংকান্স্যুরেন্স সেবার যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: পূবালী ব্যাংক পিএলসি ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যৌথভাবে ব্যাংকান্স্যুরেন্স সেবা চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকের কাছে সরাসরি বীমা পণ্য বিক্রি করা হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (০৭ জানুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান।

ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার এবং হা-মীম গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ ও আজিজুর রহমান, ডেল্টা লাইফের স্পন্সর পরিচালক জিয়াদ রহমান ও আদিবা রহমান, সিইও উত্তম কুমার সাধু এবং কনসালটিং অ্যাকচুয়ারি ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন ও কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী।

নতুন এই সেবা গ্রহণের মাধ্যমে পূবালী ব্যাংকের শাখাগুলো থেকে গ্রাহকরা সহজেই জীবন বীমা সুবিধা উপভোগ করতে পারবেন, যা উভয় প্রতিষ্ঠানের গ্রাহকসেবার মানকে আরো উন্নত করবে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে