ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন প্রবাসীরা

২০২৪ সেপ্টেম্বর ২৫ ০৭:২৩:৫৯
বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক: আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে দেশের বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের জন্য ভিআইপি সেবা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রবাসী উপদেষ্টা বলেন, একজন ভিআইপি যখন বিমানবন্দরে যায় তখন তাদের সঙ্গে লাগেজ এবং চেকিংয়ের জন্য একজন থাকে, ইমিগ্রেশন করার সময় একজন পাশে থাকে। প্রত্যেকটা স্তরে আমরা অনুরূপ সেবা চালু করব।

আসিফ নজরুল বলেন, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্যে টার্গেট করেছি, ইউরোপ পরে করব। মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার। মধ্যপ্রাচ্যে থেকে প্রবাসী কর্মীরা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যে রকম সেবা পান তারা সেটা পাবেন।

তিনি বলেন, ‘আমরা লাউঞ্জ ব্যবহার সুবিধা দেওয়ার চিন্তাও করছি। তবে এটা অনেক পরের কাজ।’

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে