ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারের তল্পিবাহক পরিচালকরা এখনো স্বপদে বহাল

২০২৪ আগস্ট ১৮ ১৮:১৯:৩২
শেয়ারবাজারের তল্পিবাহক পরিচালকরা এখনো স্বপদে বহাল

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের অভিভাবক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নিজেদের স্বার্থ হাসিলের জন্য তল্পিবাহক ব্যক্তিদের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ করেছিল। কিন্তু এসব পরিচালক কখনো স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বিএসইসির হুকুম পালনে বাধ্য ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর বিএসইসি চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করলেও ওই সব তল্পিবাহক পরিচালকরা এখনো স্বপদে বহাল রয়েছে। পদত্যাগে অনিচ্ছুক এইসব পরিচালক তাদের পদে থাকতে প্রাণপণ চেষ্টায় আছেন।

দেশের উভয় স্টক এক্সচেঞ্জসহ সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল), ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশে (সিসিবিএল) নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তল্পিবাহক ব্যক্তিদেরকে। যারা স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ পেলেও স্টক এক্সচেঞ্জের জন্য স্বাধীন ছিলেন না। ব্যক্তিগত স্বার্থ উদ্ধার ও বিএসইসির হুকুম কায়েম করাই ছিল তাদের কাজ। তাই এখন সময় এসেছে এসব তল্পিবাহক পরিচালকদের তাদের পদ থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া।

ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) দাবি করেছে, শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আওয়ামী লীগের আস্থাভাজনদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মূলত বিএসইসির স্বার্থ হাসিলের জন্যই তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

এই অবস্থায় গত ১২ আগস্ট এক সংবাদ সম্মেলনে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বলেন, ডিএসইর পর্ষদেও পরিবর্তন আনতে হবে। বিশেষ করে যাদেরকে রাজনৈতিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ডিএসই, সিএসইসহ সিডিবিএল, সিএমএসএফ ও সিসিবিএল-এর পর্ষদে রাজনৈতিক বিবেচনায় অনভিজ্ঞতা ও অদূরদর্শী ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। যাদের খুব দ্রুতই সরানো প্রয়োজন। এই সমস্ত প্রতিষ্ঠানে যোগ্য ও অভিজ্ঞদের নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানগুলোকে গতিশীল করার আহবান জানান তিনি।

ডিএসইর শীর্ষস্থানীয় এক ট্রেকহোল্ডার বলেন, ডিবিএ’র সংবাদ সম্মেলনে অযোগ্য ও রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া পরিচালকদের পদত্যাগ দাবি করা হয়েছে। ভালোভাবে বলার পরেও যদি কেউ পদত্যাগ না করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া ছাড়া কিছু থাকবে না।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে