ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

ইতালি থেকে প্রবাসী আয় এসেছে দ্বিগুণ

২০২৪ আগস্ট ১৮ ১১:২৩:১৮
ইতালি থেকে প্রবাসী আয় এসেছে দ্বিগুণ

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে প্রবাসী আয়ে ভাটা পড়ে। তবে সরকার পরিবর্তনের পর থেকে প্রবাসী আয় বৃদ্ধি পেতে শুরু করে। এরই ধারাবাহিকতায় ইতালি থেকে রেমিট্যান্স বেড়েছে দ্বিগুণ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রেমিট্যান্স পাঠানোর প্রবাহ প্রতিদিনই বাড়ছে। ভবিষ্যতে এই ধারা আরও বাড়বে। দেশের অর্থনীতিকে সচল রাখতে প্রবাসীরা আর বেশি করে ভূমিকা রাখার বিষয়ে তৎপর হচ্ছেন বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত সপ্তাহে ইতালিতে প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি বেশি রেমিট্যান্স পাঠিয়েছে। ইতালিতে গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে রেমিট্যান্স পাঠানোর হার দ্বিগুণেরও বেশি। এতে দেখা যায়, গেল বছর সর্বোচ্চ ১ হাজার ১৬৬ মিলিয়ন ইউরো পাঠালেও এবার সেই রেকর্ড ভাঙতে চলেছে। আগের সপ্তাহে যেখানে ১ কোটি ৭৭ লাখ প্রবাসী আয় পাঠানো হয়, চলতি সপ্তাহে সেখানে ৩ কোটি ৫৯ লাখ রেমিট্যান্স পাঠিয়েছে তারা।

চলতি বছরের প্রথম তিন মাসে ইতালী থেকে ২৯ কোটি ১৩ লাখের বেশি রেমিট্যান্স এসেছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে