ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

আজ থেকে আগের সময়ে ফিরছে ব্যাংক ও শেয়ারবাজার

২০২৪ জুলাই ৩১ ০৫:৫৭:৩০
আজ থেকে আগের সময়ে ফিরছে ব্যাংক ও শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকারি অফিস-আদালতের মতো ব্যাংক ও শেয়ারবাজারও স্বাভাবিক সূচিতে ফিরছে।

পাঁচ দিন সীমিত সময়ে লেনদেনের পর দেশের শেয়ারবাজার আজ বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে। এদিন থেকে আগের মতো সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে বেলা আড়াইটা পর্যন্ত চলবে।

অন্যদিকে, দেশের সব ব্যাংকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন করবে। আর সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

এর আগে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষে ১৮ জুলাই থেকেই স্থবির হয়ে পড়েছিল রাজধানীর জনজীবন। একের পর এক হতাহতের ঘটনা ও বিভিন্ন স্থাপনায় তাণ্ডব চলানোয় উদ্বেগ ছড়ায়।

পরদিন ১৯ জুলাই রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ শুরু হয়। কারফিউর মধ্যে ২১ থেকে ২৩ জুলাই ছিল সাধারণ ছুটি।

কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুন অফিস খোলে। ব্যাংক ও শেয়ারবাজারেও লেনদেন শুরু হয়। ওই দফায় দুদিন বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত লেনদেন চলে। আর শেয়ারবাজারে লেনদেন চলে বেলা ২টা পর্যন্ত।

এরপর কারফিউ শিথিলের সময় বাড়ানো হলে এই সপ্তাহের রোববার থেকে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেন হয় ব্যাংকে। আর শেয়ারবাজারে লেনদেন হয় দুপুর ২টা পর্যন্ত।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে