ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

প্রেম করুন, ডেট করুন, বিয়ে করুন – সরকার দিচ্ছে লাখ লাখ টাকা

২০২৬ জানুয়ারি ০৪ ০৯:৪৩:২৫
প্রেম করুন, ডেট করুন, বিয়ে করুন – সরকার দিচ্ছে লাখ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ কোরিয়ায় জনসংখ্যা হ্রাসের রেকর্ড গড়েছে। দেশটিতে নবজাতকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, এবং এক-তৃতীয়াংশ নারী এখন আর বিয়ে করতে আগ্রহী নন। এই জনসংখ্যা সংকট মোকাবিলায় দক্ষিণ কোরীয় সরকার অদ্ভুত কিন্তু আকর্ষণীয় কিছু পদক্ষেপ ঘোষণা করেছে।

সরকার এবার নাগরিকদের প্রেম, ডেটিং এবং বিয়েতে প্রণোদনা দিচ্ছে। প্রতিবেদনের মতে, যদি কেউ প্রেম বা ডেটে যায়, তারা সর্বোচ্চ ৪২ হাজার টাকা পর্যন্ত সরকারি সহায়তা পাবেন। শুধু ডেটিং নয়, যদি যুগলরা তাদের পরিবারের সঙ্গে দেখা করেন, সেই খরচও সরকার বহন করবে।

বিয়ের ক্ষেত্রে সরকারি প্রণোদনা আরও বড়। যদি যুগলরা বিয়ের সিদ্ধান্ত নেন, তাদের ২৫ লাখ টাকার মতো আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়াও সন্তানধারণের ক্ষেত্রে দম্পতিদের অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে। সরকার বলছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে তারা চাইছে, দম্পতিদের সন্তানধারণ বা পরিবার গঠনে কোনো বাধা না পড়ুক।

১৯৬০ সালে যেখানে কোরিয়ান নারীরা গড়ে ৬টি সন্তান জন্ম দিতেন, বর্তমানে তা একের নিচে নেমে এসেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই প্রবণতা চলতে থাকলে দেশটির জনসংখ্যা ভবিষ্যতে মারাত্মক সংকটে পড়তে পারে। নতুন এই সরকারি পদক্ষেপের লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে পরিবার গঠনে উৎসাহিত করা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে