ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

ক্রাউড ফান্ডিং নিয়ে তাসনিম জারার চাঞ্চল্যকর ঘোষণা

২০২৬ জানুয়ারি ০৪ ১১:৩৯:২০
ক্রাউড ফান্ডিং নিয়ে তাসনিম জারার চাঞ্চল্যকর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা জানিয়েছেন, যারা চাইবেন, তাদের ক্রাউড ফান্ডিংয়ের সমস্ত টাকা ফেরত দেওয়া হবে। একইসঙ্গে তিনি মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলে জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, “মনোনয়ন বাতিলের বিষয়ে আপিলে বলার মতো শক্ত আইনি যুক্তি ও অতীতের নজির রয়েছে। সমর্থকরা চিন্তিত না হোক—আমরা নির্বাচনে লড়ার জন্য আপিলে জয়ী হওয়ার দৃঢ় বিশ্বাস রাখছি।”

ক্রাউড ফান্ডিং প্রসঙ্গে তিনি আরও জানান, “এ পর্যন্ত বিকাশের মাধ্যমে ২০৫ জন অনুদান ফেরত চেয়েছেন। তাদের সকলের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান। যারা এখনও টাকা ফেরত চান, তাদের জন্য ফর্মের লিংক ভিডিওর ক্যাপশন ও কমেন্টে দেওয়া হয়েছে।”

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী, তাসনিম জারা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন।

উল্লেখ্য, তিনি এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ছিলেন, কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্বাচনী জোটের সিদ্ধান্তের বিরোধিতা করে পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে