ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল ইরান

২০২৬ জানুয়ারি ০৪ ০৯:১২:১০
ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল ইরান

নিজস্ব প্রতিবেদক : ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে “ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন” হিসেবে অভিহিত করেছে। খবর পার্স টুডে।

শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটে। ভেনেজুয়েলার অভিযোগ, দেশটির তেল ও খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।

মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেন, এই আগ্রাসন জাতিসংঘ সনদের মৌলিক নীতিমালা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। বিশেষ করে জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদ, ৪ নম্বর দফা, যেখানে বলপ্রয়োগ নিষিদ্ধ করা হয়েছে, তা স্পষ্টভাবে ভঙ্গ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড “স্পষ্ট আগ্রাসী আচরণ” এবং শান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় বিশ্বাসী রাষ্ট্রগুলো এই হামলার নিন্দা জানানো উচিত। ইরান সতর্ক করেছে, এমন সামরিক হস্তক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে এবং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর প্রভাব ফেলছে।

ইরান পুনর্ব্যক্ত করেছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও আত্মনিয়ন্ত্রণ রক্ষায় প্রতিটি রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার আছে। একই সঙ্গে ইরান জানিয়েছে, এই অবৈধ আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের আইনি ও নৈতিক দায়িত্ব রয়েছে এবং হামলায় জড়িতদের দায়িত্বজবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

ভেনেজুয়েলার সরকার জানায়, কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যে বিস্ফোরণগুলো ঘটেছে। এই হামলা এমন এক সময়ে ঘটে যখন কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মাদকপাচারের অভিযোগে অভিযুক্ত করেছে। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে