ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

সেই ভিক্ষুক এবার এমপি হওয়ার স্বপ্ন হারালেন!

২০২৬ জানুয়ারি ০৪ ১১:১২:৫৪
সেই ভিক্ষুক এবার এমপি হওয়ার স্বপ্ন হারালেন!

নিজস্ব প্রতিবেদক : ত্রিশাল (ময়মনসিংহ-৭) আসনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী আবুল মুনসুরের (৭১) মনোনয়ন বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান তার মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ৯ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন। যাচাই-বাছাইয়ে হলফনামায় মামলার সংখ্যা কম দেখানোসহ অন্যান্য ত্রুটির কারণে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। আবুল মুনসুরও এর মধ্যে রয়েছেন।

বৈধ প্রার্থীরা:জামায়াতে ইসলামীর মনোনীত: মো. আছাদুজ্জামান, জাতীয় পার্টির মনোনীত: মো. জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত: মো. ইব্রাহীম খলিল উল্লাহ

মনোনয়ন বাতিলের পর আবুল মুনসুর বলেন, “নির্বাচন করার অধিকার সবারই আছে। আমি হলফনামায় কোনো তথ্য গোপন করিনি। প্রার্থিতা ফিরে পেতে আপিল করার কথা ভাবছি।”

আবুল মুনসুর ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের বড়পুকুরপাড় গ্রামের মঠবাড়ী এলাকার মৃত চান মিয়ার ছেলে। অল্প বয়সে দিনমজুর, পরে রিকশা চালিয়ে সংসার চালান। ১৪ বছর ধরে ভিক্ষাবৃত্তি করে চলেছেন। ২০২১ সালে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া আলোচনার সৃষ্টি করেছিল, যদিও মাত্র ৩৭৭ ভোট পান। এরপর এমপি পদে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে