ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে অবিশ্বাস্য ছিনতাই: ৩০ ভরি স্বর্ণ উধাও

২০২৬ জানুয়ারি ০৪ ০৯:৫৩:৫২
স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে অবিশ্বাস্য ছিনতাই: ৩০ ভরি স্বর্ণ উধাও

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী শুভ পোদ্দারের সঙ্গে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় যাত্রীবেশে এক মহিলা ও এক পুরুষ, যারা সিএনজি চালিত অটোরিকশায় ছিলেন, শুভর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায়। ছিনতাইয়ের ঘটনায় অটোরিকশা চালকও জড়িত বলে অভিযোগ উঠেছে।

শুভ পোদ্দার জানান, তিনি সকালেই চন্দ্রগঞ্জ বাজারে ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন এবং বাকি ৩০ ভরি স্বর্ণসহ জেলা শহর থেকে হাজিরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন। পিয়ারাপুর এলাকায় পৌঁছালে অপরিচিত নারী-পুরুষ তার মুখ বেঁধে সব স্বর্ণ ছিনতাই করে নেন। তবে স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেক দূর্বৃত্তরা নেয়নি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেছেন। সদর মডেল থানার পুলিশ পরিদর্শক ঝলক মোহন্ত জানান, ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে