ঢাকা, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
Sharenews24

ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

২০২৬ জানুয়ারি ০৪ ১১:১৫:০৪
ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সহপাঠী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা রোববার (৪ জানুয়ারি) ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করেন।

সকাল সোয়া ১০টার পর শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন:

“দাবি মোদের একটাই, সাকিবুল হাসান রানা”

“আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?”

“সাকিব হত্যার বিচার চাই”

অবরোধের কারণে ফার্মগেট ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ আন্দোলনের কারণে তেজগাঁও কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করছেন।

পটভূমি: ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি হন। চার দিন চিকিৎসার পর ১০ ডিসেম্বর দুপুরে তিনি মারা যান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে