ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

কোটা আন্দোলন সহিংসতায় বাংলাদেশের রেটিং কমিয়েছে এসঅ্যান্ডপি

২০২৪ জুলাই ৩০ ১৯:৩৭:৫৭
কোটা আন্দোলন সহিংসতায় বাংলাদেশের রেটিং কমিয়েছে এসঅ্যান্ডপি

নিজস্ব প্রতিবেদক : কোটা আন্দোলন সহিংসতায় রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে বাংলাদেশের রেটিং কমিয়ে দিয়েছে এসঅ্যান্ডপি গ্লোবাল।

যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রেডিট রেটিং এজেন্সিটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি সার্বভৌম রেটিং ডবল বি মাইনাস থেকে কমিয়ে বি প্লাস করেছে।

প্রতিষ্ঠানটি রেটিং কমার পেছনে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ক্রমাগত হ্রাস এবং আমদানি কমানোর ব্যবস্থা নেওয়ায় আমদানি পণ্যের দাম পরিশোধে সামান্য ঘাটতি।

এসঅ্যান্ডপির ভাষ্য, বাংলাদেশে যে পরিমাণ ডলার আসছে এবং রিজার্ভ যা আছে তার চেয়ে বেশি ডলার প্রয়োজন। তবে রেটিং এজেন্সি সামগ্রিক অবস্থাকে স্থিতিশীল রেখেছে।

কোটা আন্দোলন পরিস্থিতির বিষয়ে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এসঅ্যান্ডপি বলেছে, 'শিক্ষার্থীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভে বাংলাদেশ জর্জরিত। এতে ২০০ জনেরও বেশি মারা গেছেন বলে জানা গেছে।'

প্রতিষ্ঠানটির মতে, বাংলাদেশের 'অত্যন্ত সংঘাতময়' রাজনৈতিক পরিবেশ প্রবৃদ্ধি কমিয়ে দিতে পারে।

বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ ক্রমাগত কমছে। অবকাঠামোগত সংকট ও আমলাতান্ত্রিক অদক্ষতার কারণে এমনটি হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে