ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় ৩২ বাংলাদেশি গ্রেপ্তার

২০২৪ জুলাই ২৬ ১৫:৫৫:১৭
মালয়েশিয়ায় ৩২ বাংলাদেশি গ্রেপ্তার

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ার প্রশাসন জেলেবুতে প্রায় ২৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে ১০২ জন বিদেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে ৩২ জন বাংলাদেশি ও ২৯ জন নারী রয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং।

তিনি বলেন, নির্মাণ সাইট, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ, দোকান এবং আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০২ কাগজপত্রহীন বিদেশি কর্মীকে আটক করা হয়।

তিনি জানান, আটকদের মধ্যে ৩২ জন বাংলাদেশি, ২৬ জন ইন্দোনেশিয়ান, ২০ জন থাই, ১৩ জন চীনা নাগরিক, ৫ জন ভারতীয়, ৫ জন পাকিস্তানি এবং ১ জন মিয়ানমারের নাগরিক। ২৯ জন নারীও ছিলেন।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩, অভিবাসন বিধি ১৯৬৩ এবং পাসপোর্ট আইন ১৯৬৬ এর অধীনে অপরাধের জন্য তদন্ত করা হবে। আটককৃতদের লেংগেং-এর ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে