ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

বদলে গেল মিডল্যান্ড ব্যাংকের নাম

২০২৪ এপ্রিল ০১ ০৯:৫৮:২৭
বদলে গেল মিডল্যান্ড ব্যাংকের নাম

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘মিডল্যান্ড ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে ৩১ মার্চ থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় 'মিডল্যান্ড ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে 'মিডল্যান্ড ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

এই বিষয়ে রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত বছরের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিত দায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে। ওই আদেশের অংশ হিসেবেই ধাপে ধাপে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করছে।

শেয়ারনিউজ, ০১ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে