ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

২ আনসার সদস্যের বিষয়ে যা বলল পুলিশ

২০২৬ জানুয়ারি ১৩ ১২:৩১:০২
২ আনসার সদস্যের বিষয়ে যা বলল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আশ্রয় দেওয়ার কথা বলে গৃহবধূকে ধর্ষণের কথা পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন দুই আনসার সদস্য। অভিযুক্ত দুজনকে আদালতে সোপর্দ করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর থানার ওসি ইকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক এ বি এম তৌহিদুজ্জামান (সুমন) বলেন, গৃহবধূকে পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সু-চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন ভালো আছে। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আশা করছি দ্রুত রিপোর্ট হাতে পাব।

ওসি ইকরাম হোসেন বলেন, গৃহবধূকে ধর্ষণের কথা পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন দুই আনসার সদস্য। গৃহবধূর মা বাদী হয়ে দুই আনসার সদস্যের নাম উল্লেখ করে মামলা করেছেন। আমরা আসামিদের আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছি।

উল্লেখ্য, এর আগে রোববার (১১ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে দায়িত্বরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে। পরে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে পুলিশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে