ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

গুগল নিজেই সতর্ক করেছে, জিমেইলের এই সেটিং অন না করলে ঝুঁকি

২০২৬ জানুয়ারি ১৩ ১০:৩৩:৩০
গুগল নিজেই সতর্ক করেছে, জিমেইলের এই সেটিং অন না করলে ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক : ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম জিমেইল। তবে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকিও বেড়েছে। সামান্য অসতর্কতায় গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য, ছবি এমনকি ব্যাংক সংক্রান্ত তথ্য হ্যাকারদের হাতে চলে যেতে পারে।

তবে কিছু নিরাপত্তা সেটিংস ও সচেতনতা অবলম্বন করলে খুব সহজেই জিমেইল অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা সম্ভব। জেনে নিন হ্যাকিং থেকে বাঁচতে কার্যকর কিছু উপায়।

আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না বুঝবেন যেভাবে

আপনার অজান্তেই কেউ জিমেইল ব্যবহার করছে কি না, তা যাচাই করা বেশ সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করুন—

প্রথমে স্মার্টফোনের Settings অপশনে গিয়ে Google-এ ক্লিক করুন।

এরপর Manage your Google Account অপশনে যান।

সেখানে থাকা Security বিভাগে প্রবেশ করে Your Devices অপশনটি নির্বাচন করুন।

Manage all devices-এ ক্লিক করলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্ট বর্তমানে কোন কোন ডিভাইসে লগ-ইন আছে।

তালিকায় কোনো অপরিচিত ডিভাইস দেখা গেলে সেটি সিলেক্ট করে সঙ্গে সঙ্গে Sign out করে দিন।

যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন

জিমেইল অ্যাকাউন্টে সন্দেহজনক কার্যকলাপ হচ্ছে কি না, তা বোঝার জন্য নিচের বিষয়গুলো খেয়াল করুন—

নিজের অবস্থান ছাড়াও অন্য কোনো শহর বা দেশ থেকে লগ-ইনের নোটিফিকেশন আসা

নিজের পাঠানো নয়—এমন ইমেইল আউটবক্সে দেখা যাওয়া

না পড়া মেইল আগেই Read হিসেবে চিহ্নিত থাকা

হঠাৎ করে ট্র্যাশ বা স্প্যাম ফোল্ডারে অস্বাভাবিক সংখ্যক মেইল জমা হওয়া

সুরক্ষায় নিতে হবে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ

টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন

গুগল অ্যাকাউন্টের এই ফিচারটি সক্রিয় থাকলে পাসওয়ার্ড জানলেও অতিরিক্ত কোড বা মোবাইল নোটিফিকেশন ছাড়া কেউ লগ-ইন করতে পারবে না।

নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন

শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন এবং নির্দিষ্ট সময় পরপর তা পরিবর্তন করুন।

অচেনা ডিভাইসে লগ-ইন এড়িয়ে চলুন

অন্যের ফোন বা কম্পিউটারে জিমেইল লগ-ইন করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে লগ-ইন করলে কাজ শেষে অবশ্যই সাইন আউট নিশ্চিত করুন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে