ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ 

২০২৬ জানুয়ারি ১২ ১৮:২৩:৫০
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ 

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়া স্বচ্ছতায় উদ্বেগজনক ঘাটতির কারণে বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা প্রদানের প্রক্রিয়া কঠোর করেছে। দক্ষিণ এশিয়ার চারটি দেশ—বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান—‘সর্বোচ্চ ঝুঁকির’ কাতারে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম News.com.au জানিয়েছে, এই চার দেশের শিক্ষার্থীদের জন্য ‘এভিডেন্স লেভেল-৩’ প্রয়োগ করা হবে। এটি অস্ট্রেলিয়ার Simplified Student Visa Framework (SSVF)-এর সবচেয়ে কঠোর স্তর, যা সাধারণত উচ্চমাত্রার জালিয়াতির ঝুঁকি থাকা দেশগুলোর জন্য নির্ধারিত হয়।

এই স্তরে থাকা শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও জোরদার হবে। তাদের তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট, অর্থের উৎসের বিস্তারিত প্রমাণ এবং সত্যায়িত একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি তথ্য যাচাই এবং ইন্টারপোলের সঙ্গে বায়োমেট্রিক্স ক্রস-ম্যাচিংও করা হবে।

গত বছর অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীর এক-তৃতীয়াংশই এই চার দেশের পাসপোর্টধারী ছিল। অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগের সাবেক উপসচিব আবুল রিজভী বলেছেন, এই পরিবর্তন স্বচ্ছতার উদ্বেগ কমাতে সহায়তা করবে এবং প্রকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে