ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

বাজারের গতি পরিবর্তনের নেতৃত্বে তিন কোম্পানি

২০২৬ জানুয়ারি ১২ ১৫:৫৩:৫৩
বাজারের গতি পরিবর্তনের নেতৃত্বে তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার (১২ জানুয়ারি, ২০২৬) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শেষ হয়েছে। দিনের শুরু থেকেই সূচকে ওঠানামার কারণে বাজারে কিছুটা অস্থিরতা দেখা যায়। তবে দুপুর ১২টার পর থেকে সূচকের গতিপথে পরিবর্তন আসতে শুরু করে এবং দিনশেষে সূচক সামান্য উত্থানে লেনদেন শেষ করে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ২ পয়েন্ট বেড়ে প্রায় ৪ হাজার ৯৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের এই গতি পরিবর্তনে মূল ভূমিকা রেখেছে তিনটি কোম্পানি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের তথ্যে এ চিত্র উঠে এসেছে।

সূচকের উত্থানে নেতৃত্ব দেওয়া কোম্পানিগুলো হলো— ইসলামী ব্যাংক বাংলাদেশ, পূবালী ব্যাংক ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এ তিনটি কোম্পানি মিলিয়ে আজ ডিএসইর সূচকে প্রায় ১৭ পয়েন্ট যোগ করেছে। তবে দিনের অস্থির লেনদেনের কারণে শেষ পর্যন্ত সূচকে নিট বৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র প্রায় দুই পয়েন্ট।

এই তিনটির মধ্যে সূচকে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এদিন ব্যাংকটি ডিএসইএক্স সূচকে প্রায় ৬ পয়েন্ট যুক্ত করে। লেনদেন চলাকালে ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ৩ দশমিক ১০ শতাংশ বেড়ে ৩৬ টাকা ৬০ পয়সায় দাঁড়ায়। দিনের মধ্যে শেয়ারটির দর ৩৫ টাকা থেকে ৩৭ টাকার মধ্যে ওঠানামা করে। দিনশেষে ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন হয় ১ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার।

সূচকে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখে পূবালী ব্যাংক। আজ ডিএসইর সূচকে ব্যাংকটি প্রায় ৫ পয়েন্ট যোগ করে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ১০ পয়সায়। লেনদেন চলাকালে শেয়ারটির দর ৩৫ টাকা ৩০ পয়সা থেকে ৩৭ টাকা ৩০ পয়সার মধ্যে ঘোরাফেরা করে। দিনশেষে পূবালী ব্যাংকের শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ৩২ লাখ ৭৩ হাজার টাকা।

সূচকে তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আজ ডিএসইতে কোম্পানিটি সূচকে প্রায় ৫ পয়েন্ট অবদান রাখে। এদিন স্কয়ার ফার্মার শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ১ দশমিক ২৪ শতাংশ বেড়ে ২০৪ টাকা ৭০ পয়সায় দাঁড়ায়। লেনদেনের সময় শেয়ারটির দর ২০১ টাকা ২০৫ পয়সা থেকে ১০ টাকার মধ্যে ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৬২ লাখ ১৪ হাজার টাকার।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে