ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

ভাইরাল ভিডিওর আসল ঘটনা জানলে শিউরে উঠবেন

২০২৬ জানুয়ারি ১২ ০৯:৪৩:১৭
ভাইরাল ভিডিওর আসল ঘটনা জানলে শিউরে উঠবেন

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, দেশীয় অস্ত্র হাতে ৮ থেকে ১০ জনের একটি দল একটি বাড়ির সামনে জড়ো হয়ে দরজা ভাঙার চেষ্টা করছে।

শনিবার (১০ জানুয়ারি) রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে ভিডিওটির প্রকৃত ঘটনার বিস্তারিত তথ্য জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুজ্জামান রাজা মিয়া খালাসির বাড়িতে হানা দেয় একদল মুখোশধারী ডাকাত। ধারালো রামদা হাতে তারা প্রথমে বাড়ির পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

ডাকাতদের উপস্থিতি টের পেয়ে রাজা মিয়া ও তার পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন এবং প্রতিরোধ গড়ে তোলেন। এতে বাধার মুখে ডাকাতরা পিছু হটতে বাধ্য হয়। পালিয়ে যাওয়ার সময় তারা একাধিক ককটেল বা বোমার বিস্ফোরণ ঘটায়।

ঘটনার পর ভুক্তভোগী রাজা মিয়া মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী রাজা মিয়া বলেন,“ডাকাতরা প্রথমে পেছনের দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে। ব্যর্থ হয়ে সামনের দরজা ভাঙার সময় আমরা টের পাই। প্রস্তুতি নিয়ে প্রতিরোধ করায় তারা ভয়ে পালিয়ে যায়। ঘটনার পর আমরা সবাই চরম আতঙ্কে আছি।”

এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন,“এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে একদল মুখোশধারী দুর্বৃত্ত প্রবেশের চেষ্টা করে। বাধার মুখে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। তবে ভিডিওতে মুখ স্পষ্ট না হওয়ায় এখনো কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে