ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

পরীক্ষা বাতিলের হুমকি: ডিজির বড় ঘোষণা

২০২৬ জানুয়ারি ১১ ১৮:৪৩:১৩
পরীক্ষা বাতিলের হুমকি: ডিজির বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : প্রশ্নফাঁস এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকলসহ নানা অভিযোগের প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে একদল নিয়োগপ্রত্যাশী বিক্ষোভ ও সমাবেশ করেছে। এই দাবিকে গুরুত্ব দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হতে পারে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বলেছেন, “পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত ডিজিএফআই, এনএসআই, ডিবি, এসবি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে উদ্ধার করা প্রশ্নের সঙ্গে আমাদের প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি। তবে প্রশ্নফাঁসের চেষ্টা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না।”

তিনি আরও জানান, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় নকলের চেষ্টা হয়েছে, যা প্রশ্নফাঁস নয়। এই কারণে ২০৭ জনকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন স্থানে মামলা হয়েছে এবং অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

ডিজি বলেন, “চাকরিপ্রার্থীরা আমাদের কাছে পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে। আমরা তাদের দাবিকে সম্মান জানিয়ে বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে।”

এর আগে দুটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছিল। চলমান দাবির প্রেক্ষিতে রবিবার সকাল ১১টার দিকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে প্রার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। তারা পরীক্ষায় অনিয়ম, জালিয়াতি ও প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পরীক্ষার বাতিল করার দাবি জানান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে