ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৬ জানুয়ারি ১১ ১৬:১৮:৫৭
ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্বপ্রতিবেদক: শেয়ারবাজারেতালিকাভুক্তখাদ্যভোক্তাখাতেরকোম্পানিলাভেলো আইসক্রীম লিমিটেড ২০২৪-২৫ অর্থবছরের জন্য ঘোষিত ক্যাশডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের নিজ নিজ ব্যাংক হিসাব কিংবা নির্ধারিতহাউজের মাধ্যমে এই ডিভিডেন্ড বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া তথ্যমতে, কোম্পানিটির ঘোষিত ক্যাশডিভিডেন্ড ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের মধ্যে প্রেরণ সম্পন্ন হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা নির্ধারিত সময়ের মধ্যেই তাদের প্রাপ্য ডিভিডেন্ড বুঝে পেয়েছেন।

এর আগে ২০২৪-২৫ অর্থবছরের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লাভেলো আইসক্রীমের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ ক্যাশডিভিডেন্ড ঘোষণার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ওই ডিভিডেন্ড প্রস্তাবটি অনুমোদিত হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে