ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

গণভোট নিয়ে নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত

২০২৬ জানুয়ারি ১০ ১৮:০৮:৩১
গণভোট নিয়ে নির্বাচনের আগেই বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের প্রশ্নে অনুষ্ঠিতব্য ‘গণভোট’ নিয়ে দেশব্যাপী প্রচারণা জোরদার করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে সরকার। নির্বাচন পর্যন্ত সময়ের মধ্যে সব ধরনের সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং প্রতিটি সরকারি দপ্তরের সামনে ব্যানার প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

গত ৭ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের দিনেই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ অন্তর্ভুক্ত সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। বিষয়টি সম্পর্কে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সরকারি দপ্তর থেকে জারি হওয়া সব ধরনের পত্র, প্রজ্ঞাপন, আদেশ ও পরিপত্রে গণভোটের লোগো সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

এছাড়া নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধানরা নিজ উদ্যোগে দুটি করে খাড়া (ভার্টিক্যাল) ব্যানার প্রস্তুত করে সংশ্লিষ্ট অফিসের সামনে দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন, যাতে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত পরামর্শের ভিত্তিতেই এই প্রচারণামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের আশা, এ ধরনের দৃশ্যমান প্রচারণার মাধ্যমে ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়বে এবং তারা সচেতনভাবে সিদ্ধান্ত নিতে উৎসাহিত হবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে