ঢাকা, শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
Sharenews24

সাপ্তাহিক লেনদেনে বড় খাতের সর্বোচ্চ অবদান

২০২৬ জানুয়ারি ১০ ১৫:৫৫:৫২
সাপ্তাহিক লেনদেনে বড় খাতের সর্বোচ্চ অবদান

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪-০৮ জানুয়ারি) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে শেয়ারবাজারে। আলোচ্য সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স প্রায় ৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৯ পয়েন্টে। আর সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৩৭২ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৯৫৫ কোটি ৪৭ লাখ ১০ হাজার টাকা বেশি। লেনদেন বৃদ্ধিতে সর্বোচ্চ অবদান ছিল ৬ খাতের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে পাট খাত সব খাতেই লেনদেন বেড়েছে। তবে লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল ৬ খাতের। খাতগুলো হলো- ব্যাংক, ওষুধ ও রসায়ন, বস্ত্র, খাদ্য ও আনুষঙ্গিক, জেনারেল ইন্স্যুরেন্স এবং প্রকৌশল খাত।

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে। আলোচ্য সপ্তাহে এই খাতে ৪৫৩ কোটি ৩২ লাখ, যা মোট লেনদেনের ১৯.১১ শতাংশ। আর আগের সপ্তাহের তুলনায় ৭৬.২৯ শতাংশ বেশি। প্রতিদিন এই খাতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতে। সপ্তাহজুড়ে খাতটিতে ৩৪৬ কোটি ১১ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৪.৫৯ শতাংশ। আর আগের সপ্তাহের তুলনায় ৭১.৮৭ শতাংশ বেশি। প্রতিদিন এই খাতে লেনদেন হয়েছে ৬৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বস্ত্র খাতে। সপ্তাহজুড়ে খাতটিতে ৩১৪ কোটি ৬৪ লাখ টাকা, যা মোট লেনদেনের ১৩.২৭ শতাংশ। আর আগের সপ্তাহের তুলনায় ৫.৮১ শতাংশ বেশি। প্রতিদিন এই খাতে লেনদেন হয়েছে ৬২ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা।

অন্য ৩ খাতের মধ্যে- খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৯৮ কোটি ৯৫ লাখ টাকা, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১৮৩ কোটি ২৭ লাখ টাকা এবং প্রকৌশল খাতে ১৭৪ কোটি ১ লাখ ৫০ হাজার টাকার শেয়র লেনদেন হয়েছে। আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে