ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন তাসনিম জারা

২০২৬ জানুয়ারি ১০ ১৪:০৩:০৯
প্রার্থিতা ফিরে পেয়ে যা বললেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল মঞ্জুর করা হয়। এ সময় নির্বাচন কমিশন সরাসরি তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

মনোনয়নের বৈধতা ফিরে পাওয়ার পর তাসনিম জারা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।”

এর আগে ৩ ডিসেম্বর ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ওই সময় তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি জানান, কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে