ঢাকা, শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
Sharenews24

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

২০২৬ জানুয়ারি ০৮ ০৮:৫৯:৫৩
বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

নিজস্ব প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সব ভোটারের রায়ের প্রতি সম্মান জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে নির্বাচিত সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।

বুধবার (৭ জানুয়ারি) মধ্যরাতে ফল ঘোষণা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রিয়াজুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত পরিপক্ক ও মেধাবী। তারা নিজেদের বিচারবুদ্ধি অনুযায়ী যাকে যোগ্য মনে করেছেন, তাকেই ভোট দিয়েছেন। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার সিদ্ধান্তকেই আমি সমান সম্মানের চোখে দেখি।”

এবারের জকসু নির্বাচনে শীর্ষ তিনটি পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল জয়লাভ করেছে। সহসভাপতি (ভিপি) পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে ৮৭০ ভোটের ব্যবধানে ভিপি নির্বাচিত হন রিয়াজুল ইসলাম।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এ পদে ৩ হাজার ২৬৭ ভোটের ব্যবধানে জয় পান আরিফ।

অন্যদিকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ০০২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান প্যানেলের প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট। এজিএস পদে ১ হাজার ১৩৪ ভোটের ব্যবধানে জয়ী হন মাসুদ রানা।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৯ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন এবং ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে