ঢাকা, বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬
Sharenews24

১ নেতাকে দুঃসংবাদে এবং ৫ নেতাকে সুখবর দিল বিএনপি

২০২৬ জানুয়ারি ০৭ ১৮:২৯:৪২
১ নেতাকে দুঃসংবাদে এবং ৫ নেতাকে সুখবর দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে এক নেতার বহিষ্কারাদেশ বহাল রেখেছে বিএনপি। একই সঙ্গে পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত আগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভুলবশত মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক আহমেদ চৌধুরী মামনুনের বহিষ্কার প্রত্যাহারের তথ্য প্রকাশ করা হয়েছিল। বিষয়টি সংশোধন করে বিএনপি স্পষ্ট করেছে, তার বহিষ্কারাদেশ বহাল থাকবে।

অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কার্যকলাপের দায়ে বহিষ্কৃত পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন—বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু, হারুন অর রশিদ, শাহ আমিনুল ইসলাম আমিন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার ২ নম্বর ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. হাবিব আল-আমীন ফেরদৌস, দেবীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম এবং পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বুধবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে