ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দুই উদ্যোক্তা পরিচালকের ৪ লাখ শেয়ার কেনার ঘোষণা

২০২৫ ডিসেম্বর ৩১ ১৭:১৯:৫০
দুই উদ্যোক্তা পরিচালকের ৪ লাখ শেয়ার কেনার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিষ্ঠানটির দুই করপোরেট পরিচালক। শেয়ার কেনার ঘোষণা দেওয়া এই দুই প্রতিষ্ঠান হলো কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ এবং এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, যা বাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়। প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, উভয় করপোরেট পরিচালক পাবলিক মার্কেট থেকেই শেয়ার ক্রয় করবেন।

তথ্য অনুযায়ী, এনভয় টেক্সটাইলস লিমিটেডের করপোরেট পরিচালক কসমোপলিটন ইন্ডাস্ট্রিজ কোম্পানিটির মোট ১ লাখ ৮০ হাজার শেয়ার কিনবে। অপরদিকে, আরেক করপোরেট পরিচালক এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ২ লাখ ২২ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্র জানায়, ঘোষিত এই শেয়ার ক্রয় আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে সম্পন্ন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই শেয়ার কেনার কার্যক্রম শেষ করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে