ঢাকা, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মুনাফায় ফিরেছে ন্যাশনাল ফিড মিল

২০২৫ ডিসেম্বর ৩১ ১৭:০৯:৪৪
মুনাফায় ফিরেছে ন্যাশনাল ফিড মিল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেড চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক এবং নয় মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত হিসাব অনুযায়ী, কোম্পানিটির আর্থিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে এবং আলোচ্য সব প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৮৬.০৫ শতাংশ, যা বিনিয়োগকারীদের জন্য একটি শক্তিশালী ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কোম্পানিটির এই অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) ন্যাশনাল ফিড মিল লিমিটেডের পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তৃতীয় প্রান্তিকে ন্যাশনাল ফিড মিল লিমিটেড শেয়ারপ্রতি ৫ পয়সা মুনাফা (ইপিএস) অর্জন করেছে। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ১৮ পয়সা। ফলে বছরের ব্যবধানে কোম্পানিটি লোকসান কাটিয়ে মুনাফায় ফিরেছে, যা ব্যবস্থাপনা দক্ষতার উন্নতির ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, চলতি অর্থবছরের জুলাই ২০২৪ থেকে মার্চ ২০২৫ পর্যন্ত নয় মাস বা তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই লোকসান ছিল ৪৩ পয়সা। সে হিসেবে নয় মাসে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩৭ পয়সা, যা শতাংশের হিসাবে ৮৬.০৫ শতাংশ।

প্রতিবেদনে আরও দেখা যায়, লোকসান উল্লেখযোগ্যভাবে কমলেও কোম্পানিটি এখনো সামগ্রিকভাবে চ্যালেঞ্জের মধ্যেই রয়েছে। তবে ধারাবাহিক উন্নতির ফলে ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ০১ পয়সা, যা কোম্পানিটির সম্পদভিত্তিক অবস্থানকে তুলনামূলক স্থিতিশীল বলে ইঙ্গিত করে।

বাজার বিশ্লেষকদের মতে, তৃতীয় প্রান্তিকে মুনাফায় ফেরা এবং নয় মাসে বড় পরিসরে লোকসান কমাতে পারা ন্যাশনাল ফিড মিলের জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে। তবে দীর্ঘমেয়াদে এই অগ্রগতি ধরে রাখতে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ ও বিক্রয় কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দিতে হবে।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে